কর্ণফুলীতে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি, বাইক ছিনতাই

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ২:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আরিফুল ইসলাম প্রকাশ মাহিন (২৭) নামে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নম্বর-৩৯) শুক্রবার (২৮ মার্চ) থানায় দায়ের করেন ভুক্তভোগী মাহিন।

বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকার চরফরিদ সিডিএ আবাসিকের গরু বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ১৭ হাজার টাকার মোবাইল ফোন, নগদ ১২,৫০০ টাকা, বিকাশ একাউন্টের ১,৫০০ টাকা এবং ইসলামি ব্যাংক ও আল-আরাফাহ ব্যাংকের এটিএম কার্ড লুট করে নেয়। পরে সেসব কার্ড ব্যবহার করে আরও ১৯,৫০০ টাকা তুলে নেয় তারা।

ভুক্তভোগী আরিফুল ইসলাম আনোয়ারা উপজেলার রায়পুর চুন্নাপাড়া এলাকার হাজী বাদশা মিয়ার বাড়ির দুদু মিয়ার ছেলে। তিনি কর্ণফুলী থানাধীন মহাল খান সেন্টারে অবস্থিত একটি বাইক ওয়াশ সার্ভিসিং সেন্টারের মালিক।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে শহরের উদ্দেশ্যে রওনা দেন আরিফুল। রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে এক অজ্ঞাত ব্যক্তি সিগন্যাল দিয়ে তাকে থামতে বলেন।

আরিফুল তার অনুরোধে মোটরসাইকেলে বসতে দিলে কিছুক্ষণের মধ্যেই আরও একজন এসে চাবি ছিনিয়ে নেয়। এরপর তাকে নির্জন স্থানে নিয়ে যায় তারা।

ওই স্থানে আরও দুইজন আগে থেকেই ওৎ পেতে ছিল। চারজন মিলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোটরসাইকেল, এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়।

ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তাকে দীর্ঘ সময় আটকে রেখে ভিডিও ধারণ, স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং পরিকল্পিতভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয়। সাধারণত ছিনতাইকারীরা দ্রুত টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়, কিন্তু এই ঘটনায় পাঁচ ঘণ্টা আটকে রাখা, মারধর করা এবং পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করাকে ব্যতিক্রম মনে হচ্ছে।

ভিকটিম মাহিন জানান, ‘আমি ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছি। থানায় অভিযোগ জানিয়েছি, আমি নিঃস্ব হয়ে গেছি।’

এ প্রসঙ্গে তার মামা শায়ের মাওলানা মুহাম্মদ এনামুল হক এনাম বলেন, ‘মাহিন ছিনতাইয়ের শিকার হয়েছে। আমি আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যাই এবং সঙ্গে সঙ্গেই থানায় জানাই।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

পুলিশ দ্রুত ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করা এবং ঘটনাটি শুধুই ছিনতাই নাকি পরিকল্পিত অপহরণ ও ব্ল্যাকমেইলের অংশ, তা খতিয়ে দেখার দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পূর্ববর্তী নিবন্ধকলহের জেরে ঘুমন্ত টুম্পাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, হেলপারের মৃত্যু