চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মো. ফয়সাল (২৮) নামে বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, ফয়সালকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে গ্রেফতার করে প্রথমে কর্ণফুলী থানায় নেওয়া হয়।
গ্রেফতারকৃত ফয়সাল কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার বাসিন্দা। তিনি গনি আহমেদের পুত্র এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। মাত্র তিনদিন আগে তার বিয়ে হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
ওসি আফতাব উদ্দিন বলেন, “চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মো. ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”