কর্ণফুলীতে বিষপানের ১৭ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা আক্তার (২০) নামে গৃহবধুর মৃত্যু হয়েছে। গত বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত রোজিনা আক্তার উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরহাজারী গ্রামের অলি মাঝির বাড়ির মো. ফোরকানের স্ত্রী। তাদের সংসারে দেড় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ আগষ্ট রাতে গৃহবধূ রোজিনা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রায় ১৭ দিন পর বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে বিষপান করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, এক গৃহবধূ বিষপানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আহছানিয়া মিশন বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা
পরবর্তী নিবন্ধচিন্তার বিকাশে বিতর্ক একটি শক্তিশালী মাধ্যম