কর্ণফুলীতে বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে মারধর

৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক | রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) আহসানুল্লাহ বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী মেসার্স শাহ্ জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক ও ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

মারধরের সময় ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন। আহতরা হলেন-জাহাঙ্গীরের শালা মো. ইসমাইল (৩৩) এবং ছেলে মোজ্জামেল (২৫)।

জাহাঙ্গীর আলম জানান, এলাকার কিছু দুর্বৃত্ত এ হামলা চালায়। স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে ব্যবসায়ী, তার ছেলে এবং শ্যালককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

আহত জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার সময়ে এক দুর্বৃত্ত আমাকে কথা আছে বলে ডেকে নিয়ে কিছু বুঝা উঠার আগেই লোহার রড ও গাছের বাটাম দিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার শ্যালক ও ছেলেকেও তাঁরা পিটিয়ে রক্তাক্ত করেছেন।

তিনি আরও বলেন, মূলত আমার একটা ভাড়া বাসা আছে। ওটা তাদের কাছে বিক্রি করার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। আমি বিক্রি করতে না চাইলে মারধর ও বিভিন্নভাবে হুমকি দেন।

ব্যবসায়ি বলেন, এ ঘটনার পরপরই আমি থানায় গেয়েছিলাম কিন্তু পুলিশ তখন আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে মামলা করার জন্য আবার থানায় গেলে এখনো মামলা নেয়নি। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে কর্ণফুলী থানার নবাগত ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমি থানায় নতুন এসেছি। এ বিষয়টি আমি এখনো অবগত না। আপনারা ভুক্তভোগীকে থানায় আসতে বলেন, অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধবন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে : চট্টগ্রামে উপদেষ্টা হাসান আরিফ
পরবর্তী নিবন্ধলামায় নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার