করোনা ঝুঁকির মধ্যেও এক বছরে অন্তত ৩ হাজার নারী, প্রসূতি ও শিশুকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে নজির স্থাপন করেছেন গাইনি ও শিশু চিকিৎসক ডা. ফারাহানা মমতাজ। প্রয়াত বাবা আবুল কালাম বকুল চেয়ারম্যানের স্বপ্ন পূরণের লক্ষ্যেই বাবার মৃত্যুর এক মাস পর থেকেই নিজ এলাকায় চিকিৎসাসেবা শুরু করেন তিনি। এটি সত্যি দুঃসাধ্য এবং সত্যিকার অর্থেই মানবিক একটি কাজ। ১৭ জুলাই ফ্রি চিকিৎসাসেবার বর্ষপূতি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। কর্ণফুলীর সিডিএর টেক বকুল বাংলোয় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার।
মনির আহমদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা উপজেলা যুবলীগের আহ্বায়ক সিকান্দার হোসেন রানা। প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডা. ফারহানা মমতাজ। উপজেলা যুবলীগ নেতা আবদুল খালেক জুয়েলের সঞ্চালনায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ডা. ফারহানাকে ফুল দিয়ে সেবাগ্রহীতাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ডা. ফারজানা মমতাজ আগত সেবাপ্রার্থীদের হাতে তুলে দেন মাস্ক সেনিটাইজারসহ নানা করোনা প্রতিরোধক সামগ্রী। প্রেস বিজ্ঞপ্তি।