দক্ষিণ চট্টগ্রামের জনগণের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে কর্ণফুলী উপজেলায় প্রস্তাবিত ২৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি হিসেবে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে। মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য গতকাল সোমবার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকা অফিস থেকে আগত নির্বাহী প্রকৌশলী সাদিকুর রহমান, নির্বাহী স্থপতি রেজাউল মোর্শেদ দিপু, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম, পিডিবি’র প্রকৌশলী নুরুদ্দিন, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা ও ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি ডা. ইরফান চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, অত্রস্থানে ২৫০ শয্যা হাসপাতালে পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের দপ্তরও সেখানে স্থাপিত হবে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পটি অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের চেষ্টা চলছে। হাসপাতাল ভবনের মাস্টার প্ল্যান তৈরির প্রাথমিক কাজ হিসেবে সম্ভাব্য সুবিধা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের সমন্বয়ে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে হাসপাতাল স্থাপিত হলে দক্ষিণ চট্টগ্রামের চিকিৎসা খাতে বিপ্লব সাধিত হবে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমবে।












