কর্ণফুলীতে প্রশাসনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীকে সবুজ, স্বাস্থ্যকর এবং টেকসই উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রজাতির চারা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মাসুমা জান্নাত।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পেয়ারা, আমলকি, নারকেল, তাল, খেজুর, কাঁঠাল, জলপাই, বেল, আমড়া, জাম, লেবু, চালতা, মেহগনি, সজনে, নিম, কৃষ্ণচূড়া, সোনালো, রাঁধাচূড়া, জারুল,শিমুল, পলাশ, গামার, কদম, শিলকড়ই, অড়হর, সফেদা, তেঁতুল, চাপালিশ, কামরাঙ্গা, জামরুলসহ ৩০ প্রজাতির প্রায় ১৫ হাজার চারাগাছ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

পরে শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শিকলবাহা আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে গাছের চারা রোপন করেন প্রধান অতিথি।

এসব কর্মসূচিতে সহকারী কমিশনার (ভূমি), রয়া ত্রিপুরা, কৃষি অফিসার, শ্যামল চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দ্বিজেন ধর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসা সৈয়দা আমাতুল্লাহ আরজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধরাফসান দ্য ছোটভাইকে ১৬ লাখ টাকা জরিমানা