কর্ণফুলীতে প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে প্রতারণা ও আত্মসাৎ মামলার আসামি মো. সেলিমকে (৩৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার অভিযান চালিয়ে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেলিম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তমিজ ফকিরের বাড়ির আলী আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরিফ জানান, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাৎ মামলা রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে যুবদল নেতার শয্যাপাশে গিয়াস কাদের চৌধুরী
পরবর্তী নিবন্ধকাঞ্চনায় মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী