কর্ণফুলীতে পুলিশ ফাঁড়ির বৈঠকে হামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫ at ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এক পুলিশ ফাঁড়িতে বৈঠক চলাকালীন হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকায় হামলাকারীদের বিচার চেয়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অভিযোগ করে গ্রামবাসী বলেন, সেলিম রেজা, মিজানুর রহমান খোকা এবং জাবেদ নামের তিনজনের উপর ডাঙ্গারচর নৌ তদন্ত পুলিশ ফাঁড়ির এক বৈঠকে হামলা চালায় বিএনপি নেতা সালাউদ্দিনের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী। ভুক্তভোগী তিনজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সেলিম রেজা, জাবেদ, ওসমান গনি, মোঃ লোকমান, মোঃ মামুন, মোঃ আরমান, আবদুল রহিম, আবদুল রহমান, মোঃ আরিফ, চম্পাকলি। এছাড়াও এলাকার দেড় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুলধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন বলেন, “ওরা সব আওয়ামী লীগের দোসর। যা অভিযোগ করতেছে সব মিথ্যা বানোয়াট। উল্টো তারাই আমাদের জকির আহম্মদ নামে একজনকে মারধর করে পা ভেঙে দিয়েছে। এখনো হাসপাতালে। আমরা আইনী ব্যবস্থা নেবো এবং শিগগিরই প্রতিবাদ সমাবেশ করব।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ
পরবর্তী নিবন্ধহালিশহরে মোটরসাইকেল চুরি, নৌবাহিনীর টহলে দুই চোর আটক