কর্ণফুলীতে নিখোঁজ পিতা-পুত্র, মিলল অন্য কিশোরের মরদেহ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

নৌকা উল্টে নিখোঁজ পিতা-পুত্রের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে কর্ণফুলী নদীতে মিলল আরেক কিশোরের মরদেহ। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের আনুমাঝির ঘাট সংলগ্ন এফআর গ্রিন ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি শরীফ উদ্দিন নামে ১৪ বছর বয়সী এক কিশোরের, সে গত শুক্রবার নদীতে নিখোঁজ হয়েছিল বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শরীফের মরদেহটি পাওয়া গেছে।
নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৫জন সদস্য নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানান তিনি। প্রচণ্ড ঠান্ডার কারণে রাতে বেশীক্ষণ উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না।
গত রবিবার ভোর ৫টার দিকে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন পিতা-পুত্র তপন দাস ও সমীর দাস নামের দুই জেলে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধদেশের বিরুদ্ধে চিঠিদাতাদের রাজনীতি করার অধিকার থাকে না : তথ্যমন্ত্রী