কর্ণফুলীতে দোকানদারের ওপর হামলার অভিযোগ, ব্যবসায়ী সমিতির বিক্ষোভ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরপাথরঘাটায় হাসমত আলী নামে এক দোকানদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে ব্রিজঘাট ব্যবসায়ী সমিতি। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রিজঘাট ব্যবসায়ী সমিতির ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সভাপতি তৈয়ব আলী, সিনিয়র সভাপতি এরশাদ আহমদ, ইলিয়াস বাহাদুর, রফিক আহমদ, আলী হোসেন, আজাদ, নিজাম উদ্দীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ব্রিজঘাট এলাকায় নেয়ামত শাহ্‌ রেস্টুরেন্ট নামে একটি চায়ের দোকান মেরামত করার সময় স্থানীয় ইলিয়াছ এবং সাইফুলের নেতৃত্বে ৭৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে গুরুতর আহত হন দোকানদার হাসমত আলী। পরে তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ না পাওয়ায় মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী জ্ঞান কেবল কিতাবি নয় আমল আখলাকের বাস্তব প্রতিফলন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ঘরের চালে বজ্রপাত, গুরুতর আহত দুই