কর্ণফুলীতে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। গত সোমবার বিকেলে উপজেলার ক্রসিং আমিন সিএনজি পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই মাদক বিক্রেতা হলেন কাদের অনিক মোল্লা (২৯) এবং সাজ্জাদ হোসেন ফকির (২৮)। পুলিশ জানায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি, যেখানে আমার জন্ম
পরবর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান