কর্ণফুলীতে ডুবল পাথরবোঝাই জাহাজ

ট্যাংকারের সাথে ধাক্কা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে পাথরবোঝাই জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে আটটার দিকে সদরঘাট জুটর‌্যালি ঘাটের সন্নিকটে এঘটনা ঘটে।
কর্ণফুলীতে ‘এমভি রুহুল আমিন খান’ নামের লাইটারেজ জাহাজটি ‘এমটি মিগ হৃদয়-১’ নামের একটি খালি ওয়েল ট্যাংকারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। ডুবে যাওয়ার মুহূর্তে জাহাজটির কর্মকর্তা শ্রমিকদের স্থানীয় মাঝিমাল্লারা উদ্ধার করেছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান। ওসি মিজানুর রহমান দৈনিক আজাদীকে বলেন, জুটর‌্যালি ঘাটের কাছে পাথরবোঝাই জাহাজটি খালি অয়েল ট্যাংকারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে জাহাজটি পুরোপুরি নদীতে তলিয়ে যায়। এর আগে জাহাজটি মাস্টার, ড্রাইভার, সারেং, লস্করসহ শ্রমিক-কর্মচারীরা আশেপাশে নৌকা করে নিরাপদে ঘাটে ফিরে আসে।

পূর্ববর্তী নিবন্ধএক দামে লুকোচুরি
পরবর্তী নিবন্ধটাইগারপাস-লালখান বাজার অংশে আপত্তি চসিকের