কর্ণফুলীতে সিএনজিচালিত টেক্সির ধাক্কায় মো. আনোয়ারুল ইসলাম (৫৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এছাড়া লোহাগাড়ায় বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। কর্ণফুলী : পটিয়া প্রতিনিধি জানান, গতকাল রোববার বিকেলে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় টেক্সির ধাক্কায় প্রাণ হারিয়েছে মো. আনোয়ারুল ইসলাম (৫৮)। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ গুয়াপঞ্চক গ্রামের কাজী বরকতউল্লাহ মিয়াজীর বাড়ির মৃত মোহাম্মাদ ছালামের ছেলে।
নিহতের চাচাত ভাই মৌলানা মোহাম্মদ ইদ্রিস আনসারী জানান, নিহত আনোয়ারুল ইসলাম পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি আনোয়ারা থেকে তার নগরীর হালিশহরস্থ তার বাসার উদ্দেশ্যে রওনা দেন। কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটে গেলে রাস্তা পার হওয়ার সময় টেক্সির ধাক্কায় তিনি আহত হন। সেখান থেকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনার পর চালক পালিয়ে যায় তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, গতকাল সকাল ৬টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের খালেকের দোকান এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মালবাহী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কেউ গুরতর আহত হয়নি। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। মুখোমুখি সংঘর্ষের পরে মিনিট্রাকটি সড়কে পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে বাস ও মিনিট্রাকের সম্মুখভাগ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।