কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম টুটুল (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টুটুল চরপাথরঘাটা ৬ নম্বর ওয়ার্ড ইঞ্জি. ইসলাম আহমেদের বাড়ি এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান নিশ্চিত করলেও কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি। তিনি বলেন, টুটুল নামে একজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। ওসি স্যারের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।