কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার ডাঙারচর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহম্মেদ নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হল, মনির আলমের ছেলে রিয়াদ (১৫), নূর আলমের মেয়ে নাঈমা () ও জানে আলমের মেয়ে রাবিকা (১৫)। এর মধ্যে রাবিকা ও রিয়াদকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেও পাঁচ বছরের শিশু নাঈমা এখনো চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেশী মোহাম্মদ বাহার জানান, ডাঙারচর এলাকায় সুপার গ্যাস সিলিন্ডার নামে জ্বালানি গ্যাসের একটি ফ্যাক্টরি রয়েছে। বড় সিলিন্ডার থেকে গ্যাস ছোট সিলিন্ডারে নেয়ার পর পেট্রোল অকটেনসহ বিভিন্ন তেল পাওয়া যায়। গ্যাস ব্যবহারের পর প্রায় প্রতিটি সিলিন্ডার থেকে ২৩ লিটার এসব তেল পাওয়া যায়। অনেকে সেসব সিলিন্ডার নিয়ে তেল সংগ্রহ করে বাজারে লিটারপ্রতি ৭০৮০ টাকায় বিক্রি করে। এরকমই একটি সিলিন্ডার থেকে তেল সংগ্রহ করতে গিয়ে সালেহ আহম্মেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধবাড়িতে সমন নিয়ে যাওয়ায় জারিকারকের ওপর হামলা
পরবর্তী নিবন্ধসরকারি খুঁটিতে বেসরকারি বাণিজ্য