কর্ণফুলীতে গৃহবধূর আত্মহত্যা চেষ্টা, হাসপাতালে মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। ‘স্বামীর সাথে অভিমান করে’ জান্নাতুল ফেরদৌস (২১) নামে এ গৃহবধূ ঘরে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়দের সহয়তায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত রোববার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জান্নাতুল ফেরদৌস সাতকানিয়া উপজেলার আবদুল হাকিম জিসানের স্ত্রী। তারা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। জানা যায়, ২০২২ সালে জান্নাতুল ও জিসানের বিয়ে হয়। নিহত গৃহবধূর আগের ঘরের ৪ বছরের একটি ছেলে রয়েছে। ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, স্বামীস্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। গত শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে চানাস্তা খাওয়ার পর বাসায় একা ছিল জান্নাতুল। কিছুক্ষণ পর স্বামী বাসায় ফিরে দেখেন, তার স্ত্রী ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের অগ্রযাত্রায় সাজেদুল ইসলামের অবদান স্মরণীয়