কর্ণফুলীতে গাউসিয়া কমিটির সালানা ওরশ ও স্মরণ সভা

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ২:৫৩ অপরাহ্ণ

কর্ণফুলীতে গাউসিয়া কমিটির উদ্যোগে সালানা ওরশ ও থানার প্রয়াত সভাপতি শেখ আহমদের স্মরণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার খুইদ্দ্যারটেক এইচ টি কনভেনশন হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলীর সভাপতিত্বে এবং সচিব মাও: নুর মুহাম্মদ কাদেরী ও আরাফাত হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আজুমান- এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক।

উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুল হক খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সাবেক সভাপতি আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার।

প্রধান আলোচক ছিলেন, এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ মোছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ বক্তা ছিলেন, আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারী গোলাম মুহাম্মদ মহিউদ্দীন।

এতে বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ হোসেন খোকন,মুহাম্মদ ইলিয়াছ,শেখ সাইদুল হক,শেখ জিয়াউল হক দক্ষিণ জেলার আহবায়ক মাষ্টার মুহাম্মদ হাবিব উল্ল্যাহ প্রফেসর মুহাম্মদ আব্দুল মান্নান,মুহাম্মদ ইলিয়াস মুন্সি, জি এম মুহাম্মদ কবির,হাজী ফজল আহমদ,  মুহাম্মদ নজরুল ইসলাম,মুহাম্মদ আবদুল আলিম,মুহাম্মদ ইউনুস,মুহাম্মদ ইয়াসিন আরফাত, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে জামেয়ার খেদমতে অবদান রাখায় কর্ণফুলী থানার আওতাধীন বিভিন্ন ইউনিটকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনায় কর্ণফুলী থানার প্রয়াত সভাপতি শেখ আহমদের জীবনী ইসলামের খেদমতে গাউসিয়া কমিটি, জামিয়া মাদ্রাসা, এবং হুজুর কেবলা গণের ভূমিকা ও অবদান তুলে ধরেন বক্তারা। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদক ব্যবসার দ্বন্দ্বে গুলি করে হত্যা করা হয় আনোয়ারার মহিউদ্দিনকে
পরবর্তী নিবন্ধএনসিপি থেকে হঠাৎ নীলা ইস্রাফিলের পদত্যাগ