কর্ণফুলীতে গলায় ফাঁস লাগিয়ে ১ গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার চরপাথরঘাটায় রুনা আক্তার (২১) নামে এ গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। গতকাল রোববার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের কালাইয়ার দোকান এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
রুনা আক্তার ওই এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে এবং লাশ এখনো মর্গে রয়েছে।