চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে আছিয়া খাতুন (৬০) নামে একজন নারী আত্মহত্যা করেছেন। বুধবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি মৃত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান। মৃত আছিয়া খাতুন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন (৩ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত ছাবের আহমেদের স্ত্রী ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত শাহ আলমের বড় বোন।
সূত্রে জানা গেছে, মৃত ওই নারী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় ও ছেলেও বিষপান করে মারা যান বলে তথ্যে জানা যায়।
মূলত স্বামী ও ছেলের মৃত্যুর পরেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলেও এলাকায় জনশ্রুতি আছে।
এ প্রসঙ্গে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘এক নারীর আত্মহত্যা করার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা জানতে পেরেছি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’