কর্ণফুলীতে আয়ুব-বিবি ট্রাস্টের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চরলক্ষ্যা সিরাজুল মনির গাউছিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আয়ুব-বিবি ট্রাস্টের সদস্য ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার। মাদ্রাসার প্রধান শিক্ষক সিরাজুল মোস্তাফার সভাপত্বিতে এতে আরো উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, যুবলীগ নেতা নেজাম, ওমর ফারুক বিজয়, সিরাজুল ইসলাম সুমন, দোলোয়ার হোসেন জনি, রুবেল, সাকিব, শুভ, নয়ন, মামুন, রকি, নাঈম প্রমুখ।