কর্ণফুলীতে গভীর রাতে টিনের চাল কেটে তিন দোকানে চুরি

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:৩০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে টিনের চাল কেটে এক রাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা বলে। এ সময় সংঘবদ্ধ চোরের দল দোকানগুলোর চাল কেটে প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলোমেসার্স আল মদিনা হার্ডওয়ার্ড, মেসার্স তানজিন সেনেটারি এবং মেসার্স ভাই ভাই টেলিফোন সেন্টার।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চুরির খবর পেয়ে শিকলবাহা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে চোর শনাক্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশীতার্ত মানুষের পাশে বিভিন্ন সংগঠন
পরবর্তী নিবন্ধআল্লামা শেরে বাংলা (রহ.) ছিলেন ইসলামের মূলধারার দিকপাল