কর্ণফুলীতে গভীর রাতে একটি খামারে দুই লক্ষাধিক টাকার একটি ষাঁড় গরু লুটের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বড় উঠানের ডাকপাড়ায় গভীর রাতে এমরান নামের এক ব্যক্তির খামার থেকে গরু লুটের এ ঘটনা ঘটে। অন্যদিকে চন্দনাইশে জনতার ধাওয়া খেয়ে একটি চোরাই গরু রেখে পালিয়ে যায় চোরের দল। গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সোনাই বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
পটিয়া : বুধবার রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ৯ নম্বর ওয়ার্ডের ডাকপাড়া এলাকায় একদল ডাকাত পিকআপ নিয়ে হানা দেয়। তারা প্রথমে ওই এলাকার এমরানের গোয়ালঘরে ঢুকে। এ সময় মোস্তাফিজুর রহমান (৪০) নামের এক যুবক বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ডাকাতরা তাকে আটকে হাত–পা ও মুখ বেঁধে মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে মোস্তাফিজুরকে একশ দেড়শ গজ দূরে নির্জন জায়গায় ফেলে রেখে এমরানের গরুর খামার থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি ষাড় লুট করে নিয়ে যায় ডাকাতদল।
ছিনতাইয়ের শিকার মোস্তাফিজুর রহমান বলেন, আমি আত্মীয়ের বাড়িতে পরিবারসহ বেড়াতে এসেছি। রাতে স্থানীয় চাতরী চৌমুহনী বাজারে গিয়েছিলাম। ফেরার পথে ডাকাতরা আমাকে আক্রমণ করে। তাদের একজনের হাতে পিস্তল এবং বাকিদের কাছে চাপাতি ছিল। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তারা আমার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
গরুর মালিক এমরান জানান, আমার গোয়ালঘরে ৬টি গরু ছিল। তারা আড়াই লক্ষাধিক টাকার সবচেয়ে বড় গরুটি নিয়ে গেছে। বাকি গরুগুলো নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি। তিনি আরো জানান, আমার খামার ও ঘরের দূরত্ব ৩০ গজের মতো। রাত সাড়ে ৩টার পর হঠাৎ খামারে গরুর ডাক শুনতে পাই। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নিয়ে খামারে গিয়ে দেখি আমার বড় গরুটি নেই।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চন্দনাইশ : চন্দনাইশে জনতার ধাওয়া খেয়ে একটি চোরাই গরু রেখে পালিয়ে যায় গরু চোরের দল। গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সোনাই বটতল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরের ফেলে যাওয়া গরুটি থানায় নিয়ে যায়।
সোনাই বটতল এলাকার নাঈম উদ্দীন নামে এক ব্যক্তি জানান, এলাকার গরু পালনকারী নুর আমিন ও তার শ্যালক আনোয়ার নিজেদের গরু পাহারা দিতে রাত জাগে। ঘটনার দিন বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে আমিন প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে টর্চের আলোতে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের সোনাই বটতল এলাকায় গাড়িতে গরু তোলার দৃশ্য দেখে ফেললে চোরদলের সদস্যরা তাকে হাত পা বেঁধে ফেলে। পরে আনোয়ার বের হলে এ দৃশ্য দেখে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে স্থানীয় জনতা লাঠিসোটা নিয়ে বের হলে চোরেরদল ২টি গরু নিয়ে দ্রুত সাতকানিয়ার দিকে পালিয়ে যেতে পারলেও একটি গরু নিতে পারেনি। বিষয়টি পুলিশকে জানানো হলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন ভোরেই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে চোরদের ফেলে যাওয়া গরুটি থানায় নিয়ে যাওয়া হয়। তিনি জানান, উদ্ধারকৃত গরুটি থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো গরুর প্রকৃত মালিক পাওয়া যায়নি।