কর্ণফুলীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:১৬ অপরাহ্ণ

কর্ণফুলীতে মুহাম্মদ শেহাব উদ্দিন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেহাব শিকলবাহা ৮নং ওয়ার্ড হাকিম আলী বাড়ির মৃত আবদুল গফুরের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান। তিনি বলেন, এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচুনতি বনাঞ্চলে দেশীয় প্রজাতির চারারোপণ কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধজয়ন্তী বড়ুয়া