কর্ণফুলীতে ওলামা লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ওলামা লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে শনিবার ও রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুছ অহিদি (৬৫)। তিনি শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ড ফোরকান মাস্টারের বাড়ির মৃত আলী আহমেদের ছেলে। অন্যজন হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক আহম্মদ নূর (৪৯)

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
পরবর্তী নিবন্ধসয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি, জরিমানা