কর্ণফুলীতে উৎসবমুখর পরিবেশে সাম্পান বাইচ প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাম্পান বাইচ উৎসব। এ বাইচে কর্র্ণফুলীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামের এগারোটি নৌকা অংশ নেয়।

প্রচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে কর্ণফুলী নদীর উত্তরদক্ষিণ উভয় পাড়ে স্থিতিশীল পানিতে প্রতিবছর সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। পাশাপাশি নদীর দক্ষিণ পাড়ে বিশাল এলাকাজুড়ে চাটগাঁইয়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, মো: মনির আবছার চৌধুরী। দুপুর থেকে বিচিত্র সাজে সজ্জিত হয়ে দৃষ্টিনন্দন এসব সাম্পান বাইচ শুরু করে। বিকাল ৫ থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এসময় নদীর দু’কূলে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শক উৎসাহ দেন বাইচে। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষের করতালি ও হর্যধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন বলেন, কর্ণফুলী নদী আমাদের প্রাণ। এ নদীকে আমরা বাঁচিয়ে রাখবো। এ নদীকে আমরা দূষিত করবো না। নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলবো না।

সাম্পান বাইচ প্রতিযোগীতায় এগারটি দল অংশ গ্রহণ করে। এতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাড়ির চাকা পাল্টাতে গিয়ে চাপা পড়ে প্রাণ গেল তরুণের
পরবর্তী নিবন্ধপ্রকৃতির বুক কেটে লোভের বাণিজ্য