কর্ণফুলী দক্ষিণ শাহমীরপুর রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ এবং গাউসিয়া শাহ আমিন হাশেমী দাখিল মাদরাসার যৌথ ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত সোমবার বাদে যোহর অনুষ্ঠিত হয়। কুলগাঁও আল আমিন হাশেমী দরবারের সাজ্জাদানশীন মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বিভিন্ন ওলামায়েকেরাম বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।