কর্ণফুলীতে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার উপজেলার মইজ্জ্যারটেক গোল চত্বর এবং পুরাতন ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের টেকনাফ লামার পাড়া এলাকার মো. আলীর ছেলে ওমর ফয়সাল (২৫), বগুড়া সদর এলাকার মো. জহুরুল ইসলাম সওদাগরের বাড়ির মো. শাহাদৎ সওদাগর জিসান (২৮) এবং টেকনাফ হ্নীলা ইউনিয়নের আবুল বশরের ছেলে রবিউল আলম (৩১)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মইজ্জ্যারটেক মোড়ের পুরাতন ব্রিজঘাট রোড এলাকায় একটি অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে মইজ্জ্যারটেক গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ফয়সাল ও জিসানকে গ্রেপ্তার করা হয়। তারা বেশ দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।