কর্ণফুলীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই, নারীসহ তিনজন দগ্ধ

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ১২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা (৪ নম্বর ওয়ার্ড) শাহ অহিদিয়া পাড়ার মৌলানা হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ আবু তালেব।

আগুনে দগ্ধরা হলেন – ওই এলাকার মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭) এবং তাদের মা লায়লা বেগম (৭০)। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে লায়লা বেগম বাড়িতে ফিরলেও তার দুই ছেলে ইব্রাহিম ও শফিক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে যাদের ছয়টি অর্ধপাকা বসতঘর পুড়ে গেছে তারা হলেন – মো. ইব্রাহিম (৫০), মো. শফিক (৪৭), মো. ইসহাক (৪০), মো. শুক্কুর (৫০), মনা মিয়া (৪৮) এবং কালাম (৫০)। এ ঘটনায় আনুমানিক ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ফায়ার সার্ভিস।

আহত মো. শফিক জানান, তাদের পরিবারে সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তখন পাশের গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে শফিক ও তার ভাই ইব্রাহীমের শরীরের কয়েকটি স্থান পুড়ে যায়। তারা এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানান। দ্রুত দু’জনের অপারেশন হবে বলে জানান।

কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় দুইজন আহত হয়। এতে প্রায় ৩৬ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অনেকগুলো নগদ টাকা পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের রাস্তাগুলো ছোট হওয়ায় ছোট গাড়ি নিয়ে যাওয়াও মুশকিল হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে কোস্টগার্ডের অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান