কর্ণফুলীর জুলধায় আগুনে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। আগুনে নিঃস্ব হয়ে গেছে আবুদল হামিদ, আবুল হোসেন ও মৃত আব্দুল হাফেজের পরিবার।
আজ সোমবার দুপুরে দিকে উপজেলার জুলধা ৪ নং ওয়ার্ডের আনিছ তালুকদার এলাকার লেদুর নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আনোয়ারা ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়েছে আবুদল হামিদ, আবুল হোসেন ও মৃত আব্দুল হাফেজের বসতঘর।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় ইউপি সদস্য জামশেদুল আলম পেয়ারু।
তিনি জানান, জুলধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আনিছ তালুকদার এলাকার লেদুর নতুন বাড়িতে দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল হামিদের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
আনোয়ারা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশের টিম এসেও আগুন নেভানোর কাজে সহায়তা করে।
শাহমিরপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ অমিভাত দত্ত বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে জুলধার আনিছ তালুকদার এলাকার লেদুর নতুন বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি ঘরের তিনটি পরিবারের কক্ষগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনলক্ষ টাকার মত ক্ষতি ও ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।