কর্ণফুলী নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র বিক্রি কালে সাজ্জাদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার রাত ১টার দিকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে লুকিয়ে রাখা দুটি আগ্নেয়াস্ত্র, দুটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাজ্জাদ বাঁশখালী থানার পশ্চিম পুকুরী গ্রামের আলী আহম্মদের পুত্র।
এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গ্রেপ্তার পরবর্তী তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।