কর্ণফুলী নদীতে অগ্নিদগ্ধের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক সাম্পান মাঝির মৃত্যু হয়েছে। নিহত শেরজান খাঁন প্রকাশ শের দিল খাঁন (৪১) কর্ণফুলী চরপাথরঘাটা ইউনিয়নের কলাতলী এলাকার নুরুল ইসলাম খানের পুত্র। জানা যায়, গত ১৬ এপ্রিল জাহাজে খাবার পানি সরবরাহ করতে গিয়ে দুর্ঘটনাবশত নৌকায় আগুন লাগলে দগ্ধ হন শের দিল খাঁন। গতকাল রোববার দুপুর ১টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ওসি মোহাম্মদ একরামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম করতে অনিহা প্রকাশ করেছিলো। আমরা মেডিকেলে যোগাযোগ করেছি যাতে পোস্টমর্টেম করেন। কারণ নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল কর্ণফুলী নদীর চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট অংশে জাহাজে খাবার পানি সরবরাহ করার সময় সিগারেটের আগুন থেকে খোলা ড্রামের পোড়া তেলে আগুন লেগে শের দিল খাঁন ও মো. লোকমান নামে দুইজন দগ্ধ হয়। পরে স্থানীয় মাঝিরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুইদিন পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শের দিল খাঁনকে ঢাকায় পাঠানো হয়। তবে মো. লোকমান চমেকের বার্ন ইউনিটে এখনো চিকিৎসাধীন রয়েছেন।