কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপুল এলাকায় উদ্যোমী তরুণ মইন মাশরুর আহমেদ গড়ে তুলেছেন ‘রাজ এগ্রো’ নামের একটি গরুর খামার। মাত্র তিন বছর আগে ১০টি গরু নিয়ে শুরু করেছিলেন এটি। এখন তার খামারে রয়েছে শতাধিক গরু, আর সামনে কুরবানির ঈদ ঘিরে প্রস্তুতিও চলছে পুরোদমে।
গত শনিবার খামারে এক অনাড়ম্বর আয়োজনে খতমে কোরআন ও মিলাদের মাধ্যমে ‘রাজ এগ্রো বিক্রয় কেন্দ্র’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। ফিতা কেটে এটির উদ্বোধন করেন গণ্যমান্য ব্যক্তিরা। এতে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, নির্বাহী সম্পাদক শিহাব মালেক, শোভন, জাহাঙ্গীর দোভাষ, জোবায়ের, নাজমুল, আশরাফ, জালাল, কামাল, শফিউল্লাহ ও রাফিসহ আরো অনেকে।
তরুণ উদ্যোক্তা মাশরুর আহমেদ বলেন, শুরু থেকেই ভিন্নভাবে ভেবেছি। বাজারে যেখানে কেমিকেল বা ইনজেকশন দিয়ে গরু মোটাতাজা করার হিড়িক তার বিপরীত স্রোতে গিয়ে বেছে নিয়েছি সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতি। গরুকে খাওয়ান ঘাস, ছোলা, খৈল, ভুসি ও প্রাকৃতিক খনিজসমৃদ্ধ খাবার। এতে গরু বড় হয় ধীরে ধীরে, কিন্তু স্বাস্থ্যবান ও নিরাপদে। উপস্থিত অতিথিরা বলেন, মাশরুর আহমেদ এর এই খামার শুধু একটি ব্যবসা নয়, এটি হয়ে উঠেছে কর্মসংস্থানের একটি বড় কেন্দ্র। ১৫ জনের বেশি কর্মচারী নিয়মিত কাজ করছেন এখানে। তাদের অনেকেই আগে ছিলেন বেকার। প্রেস বিজ্ঞপ্তি।