কর্ণফুলী মার্কেট ও রেয়াজুদ্দিন বাজারে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

টাস্কফোর্সের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ৫:৫৬ পূর্বাহ্ণ

একদিকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অপরদিকে পণ্যের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করার হিড়িক। ভোগ্য পণ্যের বাজারে চলা অচলাবস্থা দূরীকরণে জেলা প্রশাসনের গতকালের বিশেষ টাস্কফোর্সের অভিযানে নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেট ও রেয়াজুদ্দিন বাজারে এ চিত্রের দেখা মিলেছে।

এ দুটি বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, কৃষি বিপণন লাইসেন্স প্রদর্শন করতে না পরাসহ নানা অনিয়মের দায়ে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। অভিযান দুটিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলম আমিন হোসেন, ইউছুফ হাসান ও শাহীদ ইশরাক। এ সময় টাস্কফোর্সের অন্যান্য সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করেন।

নগরীর চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলম আমিন হোসেন। তিনি আজাদীকে বলেন, কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনা করলে দেখা যায়ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করছেন। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। আইন যেহেতু ভঙ্গ হয়েছে আমরা ৪টি প্রতিষ্ঠানকে চারটি মামলা দিয়ে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি। একটি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছি। প্রতিষ্ঠানটি কৃষি বিপণন লাইসেন্স প্রদর্শন না করার অপরাধ করেছে। ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানার পাশাপাশি আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। বলেছি, বাজারে অস্থিরতা সৃষ্টি করা যাবে না। অনিয়ম করলে আইনের আওতায় আনা হবে।

এদিকে একই সময় নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ও শাহীদ ইশরাক। তারা আজাদীকে বলেন, অভিযানে আমরা দেখতে পাইব্যবসায়ীরা পণ্যের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করছে না। যা কৃষি বিপণন আইনের লঙ্ঘন। এ জন্য আমরা তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছি। অপর একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছি। প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গ করেছেন। জরিমানার পাশাপাশি ব্যবসীদের নিয়ম নীতি মেনে ব্যবসা করার জন্য সতর্ক করা হয়েছে।

সার্বিক বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক আজাদীকে বলেন, বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। কাউকে অনিয়মের মাধ্যমে ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা সিন্ডিকেট খুঁজছি। কোথাও কোন সিন্ডিকেটের আলামত পাওয়া গেলে কঠোর আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধফের শিক্ষাবোর্ড ঘেরাও, চেয়ারম্যানসহ কর্মকর্তারা অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধবাঁশখালী আ. লীগের সাধারণ সম্পাদক গফুরসহ গ্রেপ্তার ৩