কর্ণফুলী নদীতে মহিলাদের সাঁতার প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় খ্রীষ্টিয়ান হাসপাতালের উদ্যোগে বিবাহিত মহিলাদের অংশগ্রহণে কর্ণফুলী নদীতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল এলাকার পাঁচজন বিবাহিত মহিলা কর্ণফুলী নদীতে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলারা মিশন হাসপাতাল ঘাট থেকে সাঁতার দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে নারানগিরি উচ্চ বিদ্যালয় ঘাটে উপস্থিত হন। সাঁতার প্রতিযোগিতার সময় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সিনিয়র ডাক্তার বিলিয়াম এ সাংমা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ব্যাপটিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। উপস্থিত অতিথিরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি জাদুঘরকে সংস্কার করে সংরক্ষণ করতে হবে
পরবর্তী নিবন্ধরংপুরের কাছে হারের পর আক্ষেপ চট্টগ্রামের কোচ বাবুলের