কর্ণফুলী নদীতে নিখোঁজ মাঝি

এসএসসি পরীক্ষার্থী ছেলের আহাজারি

মো: মহিউদ্দিন, কর্ণফুলী | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৮:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে উপার্জনের একমাত্র অবলম্বন ইঞ্জিনচালিত কাঠের নৌকা (টেম্পু) বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন কর্ণফুলীর মাঝি মোঃ জাবেদ আহমেদ (৪৫)।

বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চরের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মাঝি কর্ণফুলী উপজেলার শিকলবাহা (১ নাম্বার ওয়ার্ড) দ্বীপ কালার মোড়ল এলাকার দানু মেম্বারের বাড়ির মৃত শরীফ আলীর পুত্র। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিখোঁজ মাঝির ছোট ছেলে শহিদুল ইসলাম জনি (১৬) এবার এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার কালারপোল উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী উচ্চ বিদ্যালয়।

মানসিক প্রস্তুতি না থাকলেও গ্রামবাসীর অনুরোধে নিখোঁজ মাঝির ছোট ছেলে জনি কোনো রকমে পরীক্ষায় বসেছেন। দিয়েছেন এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়িতে ফিরলেও বাবার কোনো হদিস না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শুধু জনি নয় জনির বড় ভাই বিজয় ও তাদের ২য় শ্রেণীতে পড়ুয়া একমাত্র বোন মিম আকতার বার বার কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। এছাড়াও মাঝির স্ত্রী আকতার বেগম স্বামীর হদিস না পেয়ে বার বার বেহুশ হচ্ছেন করেছেন আহাজারি।

জানা গেছে, ঘটনার সময়ে মাঝি জাবেদ কর্ণফুলীর নদীর খোলাগাঁও জোডিয়াক পাওয়ার চিটাগাং লিমিটেড জেডি এলাকায় জাহাজের লোকজন ও তাদের পন্য যাতায়াত করছিল। পরে জাহাজের সঙ্গে তার নৌকাটি নোঙর করে রেখেছিল। কিন্তু হঠাৎ করেই জাহাজ থেকে নৌকাটি ছুটে যায়। পরে সে কাপড় ও মোবাইল রেখে নৌকা বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। পরে ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে তার নৌকাটি পাওয়া যায়।

নিখোঁজের ছোট ভাই মীর আহমেদ বলেন, ‘আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। বাল্কহেড মালিকপক্ষ বলছে, সে কাপড় ও মোবাইল রেখে নদীতে লাফ দিয়েছে। কিন্তু আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পরে তার সাম্পানটি উদ্ধার করা হয়েছে বোয়ালখালী থেকে।’

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারে তাদের স্বজন ও পুলিশের টিম কাজ করছে। এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৭ জন আটক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যাত্রী বেশে সিএনজিতে উঠে গাড়ি ছিনতাই, গ্রেফতার ২