কর্ণফুলী থেকে বালি উত্তোলনের সময় দুটি ট্রলারসহ গ্রেপ্তার ৫

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় বালিভর্তি দুটি ট্রলারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন শুক্কুর (৩৭), মহিউদ্দিন (৩৭), মনির (৪২), সোহেল (২৫), ও মঞ্জুর (৩০)

চান্দগাঁও থানার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালুরঘাট ফেরিঘাটের টোল প্লাজা সংলগ্ন কর্ণফুলী নদীর তীরবর্তী স্থান থেকে গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেফাজত থেকে দুটি বালিভর্তি ট্রলার, দুটি বালি তোলার বেলচা ও বালি তোলার ঝুড়ি উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক ট্রেইনিং
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের হ্যান্ডওভার টেকওভার সম্পন্ন