কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

| বুধবার , ২৬ নভেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য গতকাল ২৫ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। খবর বাসসের।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ হতে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয়মুখে সম্মানিত যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য পর্ষদের নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশের জয়লাভ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন