কর্ণফুলী ঘাটে চোরাই মোটর ও নৌকা জব্দ, গ্রেপ্তার ১

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৫৬ অপরাহ্ণ

কোস্ট গার্ড ও সদরঘাট নৌ পুলিশের যৌথ অভিযানে একটি কাঠের নৌকা ও ১টি চোরাই ইলেকট্রনিক মোটর জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট এলাকায় নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এ ঘটনায় জড়িত থাকায় মো. আনোয়ার হোসেন (৪৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা (৯নম্বর ওয়ার্ড) মনুর বাপের বাড়ির মৃত হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকা একই এলাকার মো. ফুরুক (৩৫) নামে আরেকজন অপরাধী পলাতক রয়েছেন।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘রাতে অভিযান পরিচালনা করে একটি কাঠের নৌকা ও ১টি চোরাই ইলেকট্রনিক মোটর জব্দ করা হয়। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শুনানিতে এসে হামলার শিকার দম্পতি, ফের মামলা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আটক ৬ ডাকাত