উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন লায়ন মো. হাকিম আলী। তিনি বলেন, বতর্মান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের টিকে থাকতে হলে প্রতিযোগিতার প্রয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র–ছাত্রীদের সুপ্ত–প্রতিভার বিকাশ ঘটে। প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন করে একজন সু–নাগরিক হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।
তিনি গত শনিবার কর্ণফুলি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ উপলক্ষে শিকলবাহার একটি কমিউনিটি সেন্টারে অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক দস্তগীর আলম রুকনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মো. হেলান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলি উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মো. আলমগীর, ডা. শাহ আলম। সংবর্ধিত অতিথি ছিলেন কর্ণফুলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ দিদারুল ইসলাম।
এবার অংশ নেওয়া ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২শ ২০ জন ছাত্র–ছাত্রী বৃত্তি লাভ করে। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।