কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।-বাংলানিউজ
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে আনোয়ারার শাহ মোহছেন আউলিয়া ব্রিকস’র মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া কর্ণফুলীর হাজী তৈয়ব ব্রিকস, চিটাগং ব্রিকস, জুলধা ম্যানুফাকচারিং এবং পিএন ব্রিকস’র মালিককে ১ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।