কর্ণফুলী অলিম্পিক প্রীতি ফুটবল টুর্নামেন্টে সেরা ইছানগর যুব সংঘ

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের চারটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অলিম্পিক প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইছানগর যুব সংঘ। ফাইনাল ম্যাচে তারা ৩২ গোলে জয়লাভ করে। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় চারটি দল যথাক্রমে ইছানগর যুব সংঘ, মুক্ত বিহঙ্গ ক্লাব, দুরন্ত দুর্বার এবং জাগরণী সংঘ। এতে বক্তব্য রাখেন ইছানগর যুব সংঘের সভাপতি ও টিম ম্যানেজার শাহারিয়ার মাসুদ। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লায়ন হাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাগরণী সংঘের প্রধান উপদেষ্টা শাহাজাহান ফারুকী, দুরন্ত দুর্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইল, মুক্ত বিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম খান এবং ইছানগর যুব সংঘের প্রধান উপদেষ্টা সরোয়ার উদ্দিন কাজল, ইউনিয়ন জামায়াতের আমির মো. মুছা মেম্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন রমজান আলী রুমো। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটে কাট্টলী নূরুল হক চৌধুরী হাইস্কুল জয়ী