করোনায় সিএমপির আরও এক সদস্যের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ৪:৫১ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত হয়ে সিএমপির আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ নিয়ে সিএমপিতে কর্মরত অবস্থায় এক উপ-কমিশনারসহ মোট ছয়জন পুলিশ সদস্য করোনায় প্রাণ হারালেন।
মৃত জহিরুল ইসলাম (৪৪) নগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৯৬ সালে জহিরুল কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মঈনুল ইসলাম আজাদীকে জানান, বিভিন্ন উপসর্গে আক্রান্ত জহিরুলের নমুনা পরীক্ষায় গত ৬ ডিসেম্বর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান। নগরীর দামপাড়া পুলিশ লাইনে কনস্টেবল জহিরুলের জানাজা হয়েছে। এরপর তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

পূর্ববর্তী নিবন্ধখালে আবর্জনা যারা ফেলবে পরিষ্কার করবে তারা নিজেরাই
পরবর্তী নিবন্ধচকরিয়ায় অপ্রতিরোধ্য কিশোর গ্যাং