করোনায় মারা গেলেন কবি মনজুরে মওলা

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি, প্রাবন্ধিক মনজুরে মওলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় গত ৫ ডিসেম্বর মনজুরে মাওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১ অক্টোবর তার ৮০তম জন্মবার্ষিকী ছিল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা অশোক দাশ গুপ্তের মৃত্যুতে শোক
পরবর্তী নিবন্ধহকার্স সমিতির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল