করোনায় মানসিক সমস্যা হয় এক-পঞ্চমাংশ রোগীর

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৫:৫০ পূর্বাহ্ণ

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর বেঁচে যাওয়া রোগীদের একটি অংশ মানসিক অসুস্থতার ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞরা। আক্রান্তদের ২০ শতাংশের ৯০ দিনের মধ্যেই মানসিক সমস্যা দেখা যাচ্ছে বলে তথ্য এসেছে এক গবেষণায়। ৬২ হাজারের বেশি কোভিড-১৯ রোগীসহ যুক্তরাষ্ট্রের ৬ কোটি ৯০ লাখ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে ওই গবেষণাপত্রটি সমপ্রতি ল্যানসেটের সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলে চীনা টিকার ট্রায়াল স্থগিত
পরবর্তী নিবন্ধবর্ষসেরা শব্দ ‘লকডাউন’