করোনায় পেছালো গ্র্যামি অ্যাওয়ার্ডস

| শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের সংগীতজগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের তারিখ পিছিয়ে গেল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে আগামী ৩১ জানুয়ারির বদলে অনুষ্ঠানটি হবে ১৪ মার্চ। মঙ্গলবার রেকর্ডিং অ্যাকাডেমি এবং সিবিএস এক যৌথ বিবৃতিতে এ খবর জানিয়েছে। জানানো হয়, লস অ্যাঞ্জেলসের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানে পারফর্ম করবেন এমন শিল্পীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।
এ বছর গ্র্যামি সঞ্চালনা করবেন ‘দ্য ডেলি শো’ হোস্ট এবং কমেডি শিল্পী ট্রেভর নোয়া। ন’টি মনোনয়ন পেয়ে এ বছরের গ্র্যামির অন্যতম আকর্ষণ পপ তারকা বিয়ন্সে। তার মেয়ে ব্লু আইভি কার্টারও একটি মনোনয়ন পেয়েছেন। গ্র্যামির পরিবর্তিত তারিখের কাছাকাছি সময়ে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস, যেখানে টেলিভিশন ও বড় পর্দার শিল্পীদের পুরস্কৃত করা হয়। গ্র্যামির জন্য সেটিও এ বার পিছিয়ে যাবে কি না, তা জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই।

পূর্ববর্তী নিবন্ধবালির মাঠে চলছে হকি শেখার স্কুল
পরবর্তী নিবন্ধবিষয়বস্তুতেই নজর পাওলির