করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনে শতাধিক মানুষের মৃত্যুতে দেশে কোভিড-১৯ এ মৃত্যুর মোট সংখ্যা ১৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (২৫ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ৫ হাজার ৮৬৯ জনের মধ্যে। বিডিনিউজ
এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ৯ সপ্তাহের মধ্যে মধ্যে সবচেয়ে বেশি। এর আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল এক দিনে ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটাই দেশে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।
গত একদিনে মারা যাওয়া ১০৮ জনকে নিয়ে এ পর্যন্ত ১৩ হাজার ৯৭৬ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। আর মোট শনাক্ত গিয়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।