করোনায় জনসচেতনতায় নগরীতে রোড শো

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:২৯ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত সোমবার ১৬ (নভেম্বর) বিকালে নগরীতে সচেতনামূলক লিফলেট, মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।
নগর যুবলীগ নেতা তাজউদ্দিনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জিসান, রিংকু, রাফি, সাকিল সামির, রাব্বি, উজ্জ্বল, রাসেল প্রমুখ। কর্মসূচিতে দুই নম্বর গেট, আল ফালাহ
গলি, ওয়াসা, লালখানবাজার সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কর্মসূচিতে যুবলীগ নেতা তাজউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘নো মাস্ক নো সার্ভিস’ স্লোগানকে ধারণ করে করোনা যুদ্ধে মাঠের সম্মুখযোদ্ধা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশনায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। নগরবাসীর মাঝে সচেতনতা সৃষ্টিই এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার উত্তর ব্রাহ্মণডেঙ্গায় কাজী রাগেবুল্লাহর ওরশ
পরবর্তী নিবন্ধমানবাধিকার কমিশন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় শাখার মতবিনিময়