করোনায় কক্সবাজারের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহানের মৃত্যু

রামু প্রতিনিধি | সোমবার , ২ নভেম্বর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কক্সবাজারে এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান (ইন্না লিল্লাহি … রাজেউন)। গতকাল ১ নভেম্বর দুপুর ১২.৫০টায় কক্সবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে, দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওইদিন মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে বাহারছড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের ভাগ্নে ও জামাতা প্রফেসর মইনুল হাসান পলাশ জানান, করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ২৮ অক্টোবর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল হক
পরবর্তী নিবন্ধসীমানা বিরোধ নিয়ে চন্দনাইশে দুপক্ষে মারামারি, আহত ৭