করোনায় আক্রান্ত সাবেক মেয়র নাছির

দোয়া চাইলেন নগরবাসীর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। নগরীর পাঁচলাইশের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসের ৬ শতাংশ সংক্রমিত হয়েছে। এছাড়া সামান্য উপর্সগ থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। মুঠোফোনে দৈনিক আজাদীকে তিনি বলেন, বড় ধরনের শারীরিক কোনো অসুবিধা বোধ করছি না। নগরবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চাই।
জানা গেছে, শারীরিক অসুস্থতা বোধ করায় গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির। এ সময় কাশি ও হালকা জ্বর ছিল। ভর্তি হওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে আ জ ম নাছির চসিকের মেয়র নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট মেয়াদ শেষ হয়। এর আগে গত মার্চ থেকে দায়িত্ব ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত নগরে মহামারী মোকাবেলায় সিটি কর্পোরেশন ও দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।
দোয়া মাহফিল : গতকাল বাদ মাগরিব নগরীর আল ফালাহ গলি জামে মসজিদে যুবলীগ নেতা তাজউদ্দিনের ব্যবস্থাপনায় আ জ ম নাছির উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খতমে কোরান অনুষ্ঠিত হয়। এতে মুরাদ, সায়েম, দেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা মাঈনুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআজ মধ্যরাত থেকে সাগরে ফের মাছ ধরা শুরু
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা চাইলেন সুজন